আনোয়ার হোসেন, যশোর
১৮ মে ২০২৫
যশোর জেলা ও দায়রা জজ আদালত থেকে হত্যা মামলার এক আসামি পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেছে। রবিবার (১৮ মে) দুপুর ২টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। পলাতক আসামির নাম জুয়েল খান (২৭), যিনি মাগুরার শালিখার রামপুর গ্রামের বাসিন্দা এবং যশোর বাঘারপাড়ার একটি হত্যা মামলার আসামি।
পুলিশ সূত্র জানায়, আদালতের দ্বিতীয় তলা থেকে হাজতখানায় নেওয়ার সময় হ্যান্ডকাফ খুলে দৌড়ে পালিয়ে যায় জুয়েল। এ সময় তাদের নিয়ে যাচ্ছিলেন নারী পুলিশ কনস্টেবল সোনালি আক্তার। তিনি আরেক আসামি হারুন অর রশিদকে হাজতে রেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।
জেলা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে এবং অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশারের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুয়েল আদালতের মূল ফটক দিয়ে পালিয়ে পাশের মসজিদের পাশ দিয়ে খড়কি এলাকার দিকে চলে যায়। পুলিশ জানিয়েছে, পলায়নের ঘটনায় নতুন করে মামলার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, ২০২১ সালের ৯ ডিসেম্বর আল-আমিন নামে এক চালককে হত্যা করে তার ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগে জুয়েল খান ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়। র্যাব ওই বছরের ১৫ ডিসেম্বর তাদের গ্রেপ্তার করে। মামলাটি বর্তমানে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এ বিচারাধীন।