রাণীনগরে চোলাই মদসহ গ্রেফতার ১


সকালের বাংলা প্রকাশের সময় : সেপ্টেম্বর ৮, ২০২৩, ১:১৬ অপরাহ্ন / ২১৪
রাণীনগরে চোলাই মদসহ গ্রেফতার ১

মো: আব্দুল মালেক. রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ লিটার দেশীয় চোলাই মদসহ নুরুজ্জামান সরদার (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শুক্রবার উপজেলার বগারবাড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নুরুজ্জামান সরদার উপজেলার কামতা সরদারপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, উপজেলার বগারবাড়ি বাজার এলাকায় ব্রিজের উপর একজন মাদক ব্যবসায়ী মদ বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে নুরুজ্জামানকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ৬ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। এদিন নুরুজ্জামানের বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।