ঢাকাFriday , 26 January 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ঢাকা
  13. তথ‌্য-প্রযুক্তি
  14. পড়ালেখা
  15. বরিশাল
আজকের সর্বশেষ সবখবর

রাণীনগরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন, বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ

সকালের বাংলা
January 26, 2024 10:45 am
Link Copied!

সজিব হোসেন, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে একটি পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে পুকুরের মাছ নিধন করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার আমিরপুর পশ্চিমপাড়া গ্রামে জামাল সরদারের লিজকৃত পুকুরে এ ঘটনাটি ঘটে। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির ছোট—বড় মাছ নিধন করা হয়েছে।

একই রাত ১১টার দিকে জামাল সরদারের বাড়িতে পেট্রোল দিয়ে বাড়ির দেওয়ালে ও খড়ের পালায় আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। এতে বাড়ির বিদ্যুতের লাইনের তাঁর ও খড়ের পালা পুড়ে গেছে।

জামাল সরদারের মেয়ে জেমি জানান, বৃহস্পতিবার রাতে বাবা বাড়িতে ছিলেন না। রাতের খাবার খেয়ে আমরা পরিবারের সবাই ঘুমিয়ে পরি। রাত ১১টার দিকে প্রতিবেশিরা ডাক দিয়ে জানায় বাড়ির দেওয়াল ও খড়ের পালায় আগুন জলছে। এ সময় আমরা পরিবারের লোকজন সবাই বাহিরে এসে স্থানীয় লোকজনের সহযোগীয় আগুন নিয়ন্ত্রনে আনি। এরপর সকালে ঘুম থেকে উঠে দেখি বাড়ির পাশে আমাদের লিজ নিয়ে চাষ করা পুকুরের মাছ মরে ভেসে উঠেছে। কে বা কাহারা রাতের অন্ধকারে পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ মেরে ফেলেছে। এতে আমাদের প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি পুলিশকে জানিয়েছি।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ কোন লিখিত অভিযোগ দিয়েনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মো: আব্দুল মালেক