สล็อตเว็บตรง สล็อต สล็อตเว็บตรง สล็อตเว็บตรง สล็อตออนไลน์
สล็อตเว็บตรง สล็อต สล็อตเว็บตรง สล็อตเว็บตรง สล็อตออนไลน์
রুদ্ধশ্বাস ১০ ঘন্টা অপহরণের পর মুক্তি পেলেন আলাল উদ্দিন ও জাহাঙ্গীর - সকালের বাংলা
ঢাকাFriday , 21 March 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ঢাকা
  13. তথ‌্য-প্রযুক্তি
  14. পড়ালেখা
  15. বরিশাল
আজকের সর্বশেষ সবখবর

রুদ্ধশ্বাস ১০ ঘন্টা অপহরণের পর মুক্তি পেলেন আলাল উদ্দিন ও জাহাঙ্গীর

Link Copied!

শাহাদাৎ হোসেন, আশুলিয়া:

আউক পাড়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ভয়াবহ অপহরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ১.৩০ টায় ঢাকা কোর্ট থেকে ফেরার পথে কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর ইউনিয়নস্থ আলীপুর পাকা রাস্তায় তাদের ব্যবহৃত গাড়ির গতিরোধ করে এঘটনা ঘটে।

 

জানা যায় গাড়ী নং ঢাকা মেট্রো গ ৪৭ – ৭৮৬২] সহ অস্ত্রের মুখে জিম্মি করে আশুলিয়ার জহর চন্দা এলাকার আলাল উদ্দিন ও বেলমা এলাকার জাহাঙ্গীর মাদবর কে অপহরণ করে কিলার আইয়ূব আলী সিকদার ও শুটার সাদ্দাম হোসেন বাহিনী।

প্রায় ১০ ঘন্টা রুদ্ধশ্বাস পরিস্থিতির পর মিরপুর বুদ্ধিজীবি কবরস্থান মসজিদের সামনে থেকে জাহাঙ্গীর ও আলালের নিকটাত্মীয় সামছু ও সবুজের নিকট হতে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা মুক্তিপন হিসেবে ৫ লাখ ২০ হাজার টাকা আদায় করে বলে জানা যায় ।

অপহরণকারীরা মীরপুর শেওড়াপাড়া এলাকা হইতে এ মুক্তিপণ আদায় করার পর তাদের ছেড়ে দেয়।

অপহৃত ব্যক্তিদের পরিবার সূত্রে জানা যায়, আউক পাড়ায় জমি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন যাবত এই এলাকায় সন্ত্রাসী কার্যকলাপসহ বিভিন্ন অপরাধ করে আসছিল শুটার সাদ্দাম বাহিনী।

এবিষয়ে ঘটনা স্থলে গিয়ে জানা যায় প্রায় ১৫/২০ টি মোটরসাইকেল যোগে আসা সন্ত্রাসীরা তাদের গাড়ী নং ঢাকা মেট্রো গ ৪৭ – ৭৮৬২] গতিরোধ করে গাড়ী সহ অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে নিয়ে যায়।

আশুলিয়ার আউকপাড়া এলাকায় গিয়ে জানা যায় ইতঃপূর্বে আলাল উদ্দিন শুটার বাহিনীর আক্রমনের শিকার হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন, যার নং ৪৩(৩)২৫।

উক্ত মামলার প্রেক্ষিতে আশুলিয়া থানা পুলিশ ব্যবস্থা না নেওয়ায় ঢাকা জেলা পুলিশ সুপার বরাবর আশুলিয়ার শীর্ষ সন্ত্রাস শুটার সাদ্দাম ও কিলার আইয়ুব বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য একটি অভিযোগ দায়ের করে আসার পথে এঘটনা ঘটে ।

পরে অপহরণকারীরা শুরুতে ১০ লাখ টাকা মুক্তিপন দাবি করলেও শেষ পর্যন্ত ৫ লাখ ২০ হাজার টাকা সহ সাথে থাকা আরো ৬০ হাজার টাকা নিয়ে তাদের ছেড়ে দেন।

ভুক্তভুগী পরিবারের পক্ষ থেকে জানানো হয় শুটার সাদ্দাম ও রাকিবের নেতৃত্বে তাদের অপহরন করে মুক্তিপন আদায় করা হয়েছে।

এ বিষয়ে দক্ষিন কেরানীগঞ্জ মডেল থানায় অপহৃত জাহাঙ্গীর আলমের স্ত্রী মনিরা বেগম একটি অভিযোগ দায়ের করেন।

৫ আগস্টের ছাত্র জনতা হত্যা মামলা সহ একাধিক মামলা ও অভিযোগ থাকার পরেও আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করায় বেপরোয়া হয়ে উঠেছে শুটার সাদ্দাম বাহিনী,

এর আগেও সাদ্দাম বাহীনি আল আমিন নামে এক শ্রমিক কে রাতের আঁধারে ঘর থেকে অপহরণ করে নিয়ে হত্যার উদ্দেশ্য মারধর করে, এবিষয়ে আশুলিয়া থানায় ৪৪(৩)২৫ ইং মামলা হলেও আসামি ধরতে ব্যর্থ স্থানীয়। প্রশাসন।

এবিষয়ে একাধিক পত্র পত্রিকা সংবাদ প্রকাশ হলেও নিরব স্থানীয় প্রশাসন,।
এব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন আউকপাড়ার নিরীহ সাধারণ মানুষ।

এঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এলাকাবাসী বলছেন এই ধরনের ঘটনা ঘটতে থাকলে যে কোন সময় ঘটে যেতে পারে রক্তক্ষয় সংঘর্ষ, তাই অতিদ্রুত এসকল অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে উর্ধতন প্রশাসনের সুদৃষ্টি কামনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ ।