ঢাকাMonday , 7 October 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ঢাকা
  13. তথ‌্য-প্রযুক্তি
  14. পড়ালেখা
  15. বরিশাল
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে ডোবায় মিলল এক ব্যক্তির মরদেহ 

সকালের বাংলা
October 7, 2024 2:47 pm
Link Copied!

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় পরিত্যক্ত একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৬ অক্টোবর) সন্ধ্যার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার পৌরসভার ১২ নং ওয়ার্ডের লাহারকান্দি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহটি ডোবায় কচুরিপানার মধ্যে ফেলে গেছে। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ২৮-৩০ বছর। তার পরনে ছিল গেঞ্জি ও লুঙ্গি।

স্থানীয়রা জানান, বিকেলে নাছির উদ্দিন নামে লাহারকান্দি গ্রাম এক বাসিন্দা ডোবায় জাল দিয়ে মাছ শিকারে যান।

সে সময় তার নাকে পচা দুর্গন্ধ এলে নাছির কচুরিপানার নিচে থাকা মরদেহ দেখতে পান। পরে বিষয়টি থানায় জানালে সন্ধ্যার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন জানান, মরদেহটি দু-তিনদিন আগের হবে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) টিম এসেছে। নিহত ব্যক্তির হাতের আঙুলের ছাপ নেওয়া হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হবে।