অতিবৃষ্টি ও বন্যা কবলিত লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার উত্তর জয়পুরের বিনোদপুর দুর্গম এলাকার পানিবন্দি পরিবারগুলোতে ত্রাণ বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার উত্তর জয়পুরের বিনোদপুরে ত্রাণ বিতরণ করা হয়।
লক্ষ্মীপুরে অভ্যন্তরীণ অধিকাংশ সড়কের পানি নেমে গেলেও এখনও কিছু কিছু সড়কে রয়েছে হাঁটু পরিমাণ পানি। এতে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। এখনও পানিবন্দি রয়েছেন লক্ষ্মীপুর জেলার উত্তর জয়পুরের হাজারেরও বেশি মানুষ। এতে করে বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের দুর্ভোগ দিন দিন বেড়েই চলছে।
বাংলাদেশ সেনাবাহিনী’র মাষ্টার ওয়ারেন্ট অফিসার জামালের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে এই ত্রাণ বিতরণ করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা শুরু থেকেই বন্যার্তদের সাহায্য ও উদ্ধার কাজে নিয়োজিত ছিলেন। বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা প্রাকৃতিকভাবে কমে গেলেও বন্যায় দুর্গত মানুষেরা এখনো তাদের ক্ষতি কাটিয়ে উঠতে পারেননি। এই উপজেলায় বন্যা দুর্গতদের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রেখেছে লক্ষ্মীপুরের মোতায়েনরত সেনা সদস্যরা।
এর পূর্বে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকায় প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ বিতরণ, ক্ষতিগ্রস্ত কৃষককে ও বন্যার্ত পরিবারকে ধানের চারা সহায়তা দেওয়ার পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে সেনাবাহিনী।
বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা পানিবন্দি নারী ও শিশুদের উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে। এরই ধারাবাহিকতায় সদর উপজেলার দুর্গত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরন করা হয়েছে।