ঢাকাSunday , 15 September 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ঢাকা
  13. তথ‌্য-প্রযুক্তি
  14. পড়ালেখা
  15. বরিশাল
আজকের সর্বশেষ সবখবর

লামায় শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

সকালের বাংলা
September 15, 2024 8:14 am
Link Copied!

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:

পার্বত্য জেলার বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়ন ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে হারুন মিয়া (৩৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেবুন্নাহার আয়শা এ আদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত হারুন মিয়া (৩৮) লামা উপজেলার ফাইতং ইউপির ৫ নং ওয়ার্ড সুতাবাদী পাড়া এলাকার মৃত রতন খানের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বাসিং থোয়াই মার্মা রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত হারুন মিয়ার বিরুদ্ধে আনিত অভিযোগ আদালতে প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক এই কারাদণ্ড ও জরিমানা প্রদানের আদেশ প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরবর্তীতে সাজা মূলে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ এপ্রিল ওই শিশু (৮) পার্শ্ববর্তী রহিম খাঁ’র মুদির দোকানে গেলে একা পেয়ে অভিযুক্ত মো. হারুন (৩৮) তাকে ধর্ষণ করেন। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে ২ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে লামা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পরবর্তীতে সাক্ষ্য-প্রমাণে অভিযুক্তের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় প্রদান করেন।