ঢাকাThursday , 3 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ঢাকা
  13. তথ‌্য-প্রযুক্তি
  14. পড়ালেখা
  15. বরিশাল
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় মোটরসাইকেলের পিছনে প্রাইভেটকারের ধাক্কা দু’যুবক নিহত

Link Copied!

একরামুল ইসলাম, শার্শা উপজেলা প্রতিনিধিঃ
যশোরের শার্শায় চলন্ত মোটরসাইকেলের পিছনে দ্রুতগতির প্রাইভেটকারের ধাক্কায় রাসেল হোসেন (২০) ও জাহিদ হোসেন (২২) নামে  মোটরসাইকেল আরোহী দু’যুবক নিহত হয়েছে।
বুধবার(২ এপ্রিল) রাত ১০ টার সময় যশোর বেনাপোল মহাসড়কের শার্শা স্টেডিয়ামের সামনে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত রাসেন শার্শা উপজেলার বৃত্তিবারীপোতা গ্রামের খলিলুর রহমানের ছেলে ও জাহিদ একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
প্রতাক্ষদর্শীরা জানান, একটি নম্বর বিহীন কালো রংয়ের এ্যাপাচি ফোরভি মোটরসাইকেল যোগে নিহতরা নাভারন হতে বেনাপোল অভিমুখে যাচ্ছিলো।হঠ্যাৎ একই দিকে যাওয়া একটি অজ্ঞাতনামা প্রাইভেটকার মোটরসাইকেলের পিছনে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক ও আরোহী রাস্তার উপর ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে।এ সময় ঘাতক প্রাইভেটকারটির চালক গাড়ি নিয়ে দ্রুতগতিতে বেনাপোল অভিমুখে পালিয়ে যায়।
নাভারণ হাইওয়ে থানার অফিসার্স ইনাচার্জ(ওসি)রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,নিহত মোটরসাইকেল আরোহী দু যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।পালিয়ে যাওয়া ঘাতক প্রাইভেটকারটি আটকের চেষ্টা চলছে।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।