শ্রীপুরের চন্না পাড়ায় অনুষ্ঠিত হয়ে গেল বিশাল এক ওয়াজ মাহফিল।


সকালের বাংলা প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৪, ৯:০৬ পূর্বাহ্ন / ১৯৬
শ্রীপুরের চন্না পাড়ায় অনুষ্ঠিত হয়ে গেল বিশাল এক ওয়াজ মাহফিল।

রফিকুল ইসলাম শ্রীপুর প্রতিনিধি 

গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী ২ নং সি এন বি বাজারের পূর্ব পাশে চন্নাপাড়া মারকাযুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে ০৯/১১/০৪ ইং শনিবার বিকাল ৩ ঘটিকার সময় এক বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ওয়াজ মাহফিলে দেশভরেণ্য ইসলামিক চিন্তাবিদ, কোকিল কন্ঠের অধিকারী মিষ্টভাষী বক্তাগণ কোরআন হাদিসের আলোকে রাত এগারোটা পর্যন্ত একটানা ওয়াজ নসিহত করে সাধারণ তৌহিদী ইসলামী জনতা কে নবী রাসূলের তরিকা মত চলার জন্য দীক্ষা প্রদান করেন।

উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র অন্যতম নেতা জনাব মোঃ মোজাম্মেল হক রতন সিনিয়র সহ-সভাপতি ৭ নং ওয়ার্ড বিএনপি। প্রধান আলোচক ছিলেন মুফতি আবুল কালাম আমীনী খতিব বাইতুর রহমান জামে মসজিদ।

মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন -আল্লামা এমদাদুল হক শায়েখে বালিয়া পীরে কামেল শায়খুল হাদীস,হযরত মাওলানা আবু সাঈদ পীরে কামেল শায়খুল হাদীস (সুফি হুজুর) মুহতামিম জামিয়া মাহমুদিয়া -মাওনা চৌরাস্তা। উক্ত ধর্মসভায় প্রধান অতিথি হিসেবে দায়িত্ব পালন করেন সকলের পরিচিত মুখ জননন্দিত বিএনপি নেতা আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন বেপারী সাধারণ সম্পাদক শ্রীপুর পৌরসভা।

ইসলামিক ধর্ম সভায় আয়োজক কমিটি দেশ বরেণ্য আন্তর্জাতিকভাবে খেত,বিশিষ্ট বক্তাগণের আগমন ঘটিয়ে ধর্ম সভা কে দারুনভাবে সার্থক করে তুলেন। যে বক্তার নাম শুনে চতুর্দিক থেকে দলে দলে সাধারণ মানুষ সামিয়ানার নিচে জড়ো হতে থাকে। সেই বক্তা হলেন মুফতি সাঈদ আহমদ [কলবর]পরিচালক কলাবর শিল্পীগোষ্ঠী -ঢাকা। ঐতিহাসিক এই বিশাল ধর্ম সভায় আরও ওয়াস ফরমায়েছেন মুফতি মাসুম বিল্লা এমদাদী -ঢাকা, মুফতি আতিকুর রহমান সবাজী,মাওলানা জিয়াউল হক এমদাদী (সাহেবজাদা শায়খে বালিয়া), মাওলানা সোহরাব আলী মাদেদী মুহতামিম জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম ও এতিমখানা,হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল বেস্তপুরী, মাওলানা মানসুরুল হক জামী।

ইসলামিক ধর্ম সভায় দূর দূরান্ত থেকে আগত ইসলামিক ধর্মপ্রাণ মুসলমানদেরকে ধন্যবাদ জানান আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম বেপারী সদস্য শ্রীপুর পৌর বিএমপি। ব্যবস্থাপনায় ছিলেন শাহজাহান চঞ্চল একাডেমী।

গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার মারকাযুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসাটি একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা। এই মাদ্রাসায় কোরআনের আলো প্রতি ঘরে ঘরে ছড়িয়ে দেওয়ার জন্য মাদ্রাসা কমিটি এবং এলাকাবাসী সকল ইসলামিক তৌহিদী জনতার নিকট সব সময় দোয়া ও সাহায্য প্রার্থনা করেন। মাদ্রাসা এবং এতিমখানার উন্নয়নের লক্ষ্যে এলাকাবাসী এবং অতিথিবৃন্দ এবং ধর্মপ্রাণ মুসলমানগণ ব্যাপকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন।

পরিশেষে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ধর্মসভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন উক্ত ধর্ম সভার সম্মানিত সভাপতি।