
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে আরকাম ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের ৩ দিনব্যাপি রিফ্রেসার্স প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে,
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১০ টায় জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে উক্ত অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তোফাজ্জল হোসেন এবং সভাপতিত্ব করেন, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র সিরাজগঞ্জের পেশ ইমাম মওলানা মোঃ তরিকুল ইসলাম, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের ফিল্ড অফিসার মোঃ
হাবিবুল্লাহ প্রমুখ।
তিনদিনব্যাপি উক্ত প্রশিক্ষণে আরকাম ইবতেদায়ি মাদ্রাসার ৩৫ জন শিক্ষক অংশ গ্রহণ করে।
আপনার মতামত লিখুন :