সিরাজগঞ্জে ব্র্যাক আরবান এগ্রিকালচার প্রজেক্ট ইউডিপি দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিনামূল্যে শাক-সবজি বীজ বিতরণ। 


সকালের বাংলা প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২৩, ১:৩৫ অপরাহ্ন / ২৪৮
সিরাজগঞ্জে ব্র্যাক আরবান এগ্রিকালচার প্রজেক্ট ইউডিপি দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিনামূল্যে শাক-সবজি বীজ বিতরণ। 
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ 
সিরাজগঞ্জে স্বল্প আয়ের মানুষের মাঝে  ব্র্যাক আরবান এগ্রিকালচার প্রজেক্ট ইউডিপি জলবায়ূ অভিযোজিত শহর ভিত্তিক কৃষি  ব্যবস্থা গড়ে তোলার   দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিনামূল্যে শাক-সবজি বীজ বিতরণ করা হয়।
আরবান এগ্রিকালচার প্রজেক্ট, ইউডিপি-ব্র্যাক সিরাজগঞ্জের বাস্তবায়নে – সিরাজগঞ্জ পৌরসভার ১০নং ওয়ার্ড ধানবান্ধি কমিউনিটি’র ৩২০টি পরিবারের মধ্যে ১১ ধরনের শাক-সবজি  বীজ বিতরণ করা হয়।
রবিবার  (১৭ সেপ্টম্বর) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  হলরুমে-  উক্ত বিতরণ  অনুষ্ঠানে প্রধান অতিথি  উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার  কৃষিবিদ আনোয়ার সাদাত তিনি তার বক্তব্যে বলেন,  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র  ঘোষণা অনুযায়ী   এক ইঞ্চি জমি ও ফাঁকা  রাখা যাবে না  সেই ভাবে  কাজ করতে হবে, যেখানে যেভাবেই পারেন কৃষি উৎপাদন বৃদ্ধি করবেন।  একমাত্র কৃষিই পারে পরিবেশ ও মানুষ বাঁচাতে, কৃষির কোন বিকল্প নেই। তাই দেশ ও মানুষের জীবন বাঁচাতে বেশি বেশি করে গাছ লাগাতে হবে এবং  কৃষকদের  আধুনিক প্রযুক্তি গ্রহন,   পরামর্শ ও প্রশিক্ষণ  গ্রহন করলেই কৃষিতে বিপ্লব ঘটে  । আপনারা প্রত্যেকেই    পারিবারিক পুষ্টি বাগান করবেন।  শাক- সবজি উৎপাদন  করে পরিবারের চাহিদা পুরণ করা সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সিরাজগঞ্জ পৌরসভার সংরক্ষিত মহিলা  কাউন্সিল মিরা খাতুন,  ইউডিপি-ব্র্রাক এর  প্রোগাম ম্যানেজার-অপারেশন  সজল কুমার সাহা প্রমুখ ।
 এ সময়ে  প্রজেক্টের রিজিওনাল ম্যানেজার রবিউল ইসলাম, ইউডিপি ব্র্যাক সিরাজগঞ্জের ফিল্ড কোঅর্ডিনেটর মোঃ শাজাহান মিয়া, প্রকল্পের ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন, মনিটরিং অফিসার মোঃ জামাল উদ্দিন সহ প্রকল্পের উপকারীগণ উপস্থিত ছিলেন।