
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলা আদর্শ শিক্ষক ফেডারেশন এর উদ্যোগে শিক্ষক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে,
শনিবার (২৮ জুলাই-২০২৫ খ্রিঃ) বিকেলে সিরাজগঞ্জ পৌরশহরের শহরের ভাসানী মিলনায়তনে উক্ত শিক্ষক প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন, আদর্শ শিক্ষক ফেডারেশন কলেজ শাখার সেক্রেটারি ডঃ অধ্যাপক আব্দুস সবুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন এর সাধারণ সম্পাদক ডঃ এবিএম ফজলুল করিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন
কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক ও রবিউল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক হারুন অর রশীদ খান, ফেডারেশনের উপদেষ্টা
অধ্যক্ষ আলী আলম , জেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ জাহিদুল ইসলাম প্রমুখ।
এছাড়াও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখা’র অন্যান্য নেতৃবৃন্দ এবং সকল উপজেলার আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি গণ বক্তব্যে রাখেন এবং আদর্শ শিক্ষক ফেডারেশন এর সকল সদস্য ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন ।
শিক্ষকদের এ প্রতিনিধি সম্মেলনে অনুষ্ঠানে বক্তাগণ শিক্ষকদের বিভিন্ন দাবি উত্থাপন করেন এবং সকল শিক্ষা ক্ষেত্রে সকল বৈষম্য অবসান চান।শিক্ষকদের উপর জুলুম এবং নিপীড়ন থেকে মুক্তি দিতে বলেন ।
আদর্শ শিক্ষক তৈরি ও মান সম্পন্ন শিক্ষা দানে গুরুত্ব প্রদান করেন নন এমপিও ভুক্ত শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও ভূক্তর দাবি জানান।