ঢাকাFriday , 25 October 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ঢাকা
  13. তথ‌্য-প্রযুক্তি
  14. পড়ালেখা
  15. বরিশাল
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ছাত্রদলের পোস্টার ছিঁড়াকে কেন্দ্র করে কৃষি বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র!

সকালের বাংলা
October 25, 2024 5:15 am
Link Copied!

সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ): সিলেটে কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ছাত্রদলের পোস্টার ছিঁড়াকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে। এ সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রদলের নেতাকর্মীরা। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। শিক্ষার্থীরা জানায়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে বহিরাগত ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উস্কানিমূলক আচরণ করলে মারামারি সূত্রপাত ঘটে। তবে হামলা পাল্টা হামলার একঘণ্টা পরেও মারামারি বন্ধ করতে ব্যর্থ হয়েছে সিকৃবি প্রশাসন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কৃষি গুচ্ছ ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদল ক্যাম্পাসের প্রধান দুই ফটকে তাদের দলীয় ব্যানার টানায়, কিন্তু কে বা কারা ব্যানার ছিঁড়ে ফেললে এ থেকে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ থামাতে চেষ্টা করেও ব্যর্থ হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোজাম্মেল হক গণমাধ্যমকে জানান, আমরা পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করেছি, কিন্তু মারামারি হাতের নাগালের বাইরে হওয়ায় তাৎক্ষণাৎ কোনো ব্যবস্থা নিতে পারছি না। বিচারের মাধ্যমে ছাত্রলীগকে নিষিদ্ধ করার স্থায়ী সমাধানের দাবি ছাত্র ফেডারেশনের শিক্ষার্থীরা প্রক্টরের পদত্যাগ চেয়ে ক্যাম্পাসের দ্বিতীয় গেটের সড়ক বরাবর অবস্থান করে, উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যেকোনো সময় আরো বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।