শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:-অনির্বাণ লাইব্রেরির উদ্যোগে ও পেনিন চূলা ওয়েল ফেয়ার ট্রাস্টের সৌজন্যে কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়কে মূল্যবান প্রায় দেড় লক্ষাধিক টাকার বই প্রদান করা হয়। ২৩/০৮/২০২৩ তাং বুধবার মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে রহিমা আখতার শম্পার সভাপতিত্বে আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে বই প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে অনির্বাণ লাইব্রেরির কর্মকর্তা বৃন্দ,সুধী সমাজ,সাংবাদিক, শিক্ষক,ব্যবসায়ী সহ অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।এছাড়াও অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন অনির্বাণের অন্যতম প্রতিষ্ঠাতা ডি আই জি শ্রদ্ধেয় জয়দেব কুমার ভদ্র। অনুষ্ঠানে কৃতজ্ঞতা প্রকাশ করা হয় উক্ত ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও অনির্বাণের সম্মানিত দাতা সদস্য মনোয়ারুল হক ও তার সহধর্মিণীর প্রতি।