নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের কমলনগরে মৎস্য প্রশাসনের বিশেষ কম্বিং অপারেশনে মেঘনা নদীতে অবৈধ জাল দিয়ে মাছ শিকার করায়। কমলনগর উপজেলার মাতব্বর হাট সংলগ্ন মেঘনা নদীতে ঝাটকা ইলিশ ধরাসহ কতিপয় অপরাধের দায়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো. রেজা কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনাপূর্বক সংশ্লিষ্ট আইন অনুযায়ী ২ জন জেলেকে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এ সময় প্রায় ৪০ কেজি ঝাটকা ইলিশ জব্দ করা হয়। পরবর্তীকালে তা স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
রোববার (১১ ফেব্রুয়ারি) দিনব্যাপী কমলনগর উপজেলার মাতব্বর হাট সংলগ্ন মেঘনা নদীর বিভিন্ন স্থানে পৃথক এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস জানান, মেঘনা নদীতে বিশেষ কম্বিং অপারেশনের মৎস্য ও প্রশাসন সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো. রেজা।