প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ৫:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৪, ১১:৩৫ এ.এম
আইডিইবি নওগাঁ জেলা শাখার সংবাদ সম্মেলন
নওগাঁ প্রতিনিধি : কারিগরি শিক্ষাকে মর্যাদা প্রদান ও সমাজে গ্রহণযোগ্যতা বৃদ্ধির প্রয়াসে শিক্ষা মন্ত্রণালয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি (পাস) সমমান মর্যাদা প্রদানের উদ্যোগ গ্রহণের প্রেক্ষিতে ডিগ্রি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের যুক্তিহীন বিরোধিতা ও বিদ্বেষী কার্যক্রমের প্রতিবাদে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) নওগাঁ জেলা শাখার সংবাদ সম্মেলন ও আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় নওগাঁ পৌরসভা হল রুমে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) নওগাঁ জেলা শাখার আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) নওগাঁ জেলা শাখার নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফেরাউল ইসলাম। তিনি লিখিত বক্তব্যের মাধ্যমে জানান, ১২-১৮ মে'২৪ পর্যন্ত আইডিইবি জেলা নির্বাহী কমিটির উদ্যোগে সকল পলিটেকনিক ইনস্টিটিউটের বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ (বাকাছাপ), বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি, পেশাজীবী অন্যান্য সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক সংগঠনসহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় ও জনগণকে অবহিতকরণ। ১৯-২৩ মে'২৪ পর্যন্ত জেলার সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে স্ব স্ব প্রধান দপ্তরে প্রতিবাদ সভা ও শিক্ষামন্ত্রী সমীপে স্মারকলিপি প্রদান। ২৭ মে'২৪ জেলা শাখার উদ্যোগে ছাত্র শিক্ষক ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে প্রতিবাদ সভা এবং সভা
শেষে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী সমীপে স্মারকলিপি প্রদান। এই সব কর্মসূচী গ্রহণ করা হবে বলে তিনি ঘোষণা করেন। এসময় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) নওগাঁ জেলা শাখার নির্বাহী কমিটির সভাপতি এ, কে, এম নাজমুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: রায়হান মিয়া, দপ্তর সম্পাদক মো: শাহজাহান, অর্থ সম্পাদক মো: নিজামুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: তামিম হোসেন, সদস্য এ, এস, এম শাহিদুজ্জামান রাজীব প্রমূখ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 সকালের বাংলা. All rights reserved.