লক্ষ্মীপুর জেলায় কৃষক খলিলুর রহমানের তিনটি গৃহপালিত গরু দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে মারা গেছে।
আজ রোববার (২০ এপ্রিল) সকালের দিকে কৃষক খলিলুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ভোররাতে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নূর নবী হেডম বাড়িতে কৃষক খলিলুর রহমানের গোয়ালঘরে আগুন দেয় দুর্বৃত্তরা।
কৃষক খলিলুর রহমান কুশাখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের মেজো ভাই।
ক্ষতিগ্রস্ত কৃষক খলিলুর রহমান জানান, রাত আড়াইটার দিকে হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায়। দরজা খুলে দেখি আমার গরু-ঘরে দাউদাউ করে আগুন জ্বলছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান জানান, বিষয়টি তিনি শুনেছেন। পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে রয়েছেন। স্থানীয় গ্রাম-পুলিশ, শান্তির হাটবাজারের নাইট-গার্ডদের সঙ্গে কথা বলে সঠিক রহস্য উদ্ঘাটনে পুলিশ মাঠে রয়েছে।