ঢাকা, ১০ মে ২০২৫ (ডিএসবি ডেস্ক):
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচার কার্যক্রম চলাকালীন বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ।
শনিবার (১০ মে) রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস-এর সভাপতিত্বে যমুনায় অনুষ্ঠিত বিশেষ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা শেষে রাত ১১টার দিকে উপদেষ্টা পরিষদের লিখিত বিবৃতি পড়ে শোনান আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
বিবৃতিতে জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইনের সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। এই সংশোধনীর আওতায় ট্রাইবুনাল এখন রাজনৈতিক দল, তাদের অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখবে।
পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ আওয়ামী লীগ ও তাদের নেতাদের বিরুদ্ধে ট্রাইবুনালের বিচার শেষ না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব, জুলাই আন্দোলনের কর্মীদের নিরাপত্তা এবং বাদী ও সাক্ষীদের সুরক্ষার স্বার্থে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে দলটির সকল কার্যক্রম—অনলাইন এবং অফলাইন—নিষিদ্ধ থাকবে।
বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পরিপত্র আগামী কর্মদিবসে জারি করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়।
এছাড়া উপদেষ্টা পরিষদের সভায় ‘জুলাই ঘোষণাপত্র’ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।