ফরিদপুর জেলা প্রতিনিধি,
ফরিদপুর: আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ফরিদপুর জেলা কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ রমজান, ২৪ মার্চ, সোমবার ফরিদপুর পৌর মার্কেটের তৃতীয় তলায় কোড কম্পাউন্ডে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার ফরিদপুর জেলা কমিটির সভাপতি কাজী আব্দুল জামিল চান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক অ্যাডভোকেট খন্দকার লুৎফর রহমান পিলু এবং জসিম উদ্দিন মৃধা জসিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা অ্যাডভোকেট সরদার আউয়াল হাসান, অ্যাডভোকেট মোঃ রিয়াজ উদ্দিন (জজ কোর্ট, ফরিদপুর), অ্যাডভোকেট মোঃ নাসির তালুকদার, অ্যাডভোকেট রাশিদা আক্তার জেসমিন এবং অ্যাডভোকেট মোসাদ্দেক আহমেদ।
ইফতার মাহফিলে বক্তারা মানবাধিকার রক্ষায় সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এই আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ফরিদপুর জেলা কমিটি মানবাধিকার সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করে।