নিজস্ব প্রতিবেদক:
আজ ১লা মে, বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক মে দিবস—শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার এক গৌরবময় দিন। এ উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার চেয়ারম্যান , দৈনিক চৌকস পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস. এম. নজরুল ইসলাম এক বিশেষ বার্তায় বলেন, “শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাঁদের ন্যায্য অধিকার নিশ্চিত করা রাষ্ট্র এবং সমাজের সকল স্তরের মানুষের নৈতিক দায়িত্ব। শ্রমের মর্যাদা নিশ্চিত করলেই একটি দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব।”
তিনি আরও বলেন, “আজকের দিনে আমাদের প্রতিজ্ঞা হোক—কোনো শ্রমিক যেন তার শ্রমের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত না হয়।”
এদিকে, দৈনিক চৌকস পত্রিকার সহ-সম্পাদক ও সকালের বাংলা’র নির্বাহী সম্পাদক মোঃ আবুল কাশেম বলেন, “মে দিবস শুধু একটি দিন নয়, এটি শ্রমিক শ্রেণির দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের প্রতীক। আমরা যারা গণমাধ্যমে কাজ করি, তাদেরও দায়িত্ব শ্রমিকদের কথা তুলে ধরা ও তাদের ন্যায্য অধিকারের পক্ষে সোচ্চার হওয়া।”
তিনি আরও বলেন, “দেশের উন্নয়নে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। তাই তাঁদের প্রতি সম্মান দেখিয়ে, অধিকার সংরক্ষণের পথে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।”
আন্তর্জাতিক মে দিবসের এই দিনে দেশের সকল শ্রমিক ও মেহনতি মানুষকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।