সজিব হোসেন, নওগাঁ প্রতিনিধি : আলোচনা,স্মৃতিচারণা ও আবৃত্তির মধ্য দিয়ে স্মরণ করা হলো আবৃত্তিশিল্পী ও সাংস্কৃতিক সংগঠনক রফিকুদ্দৌলা রাব্বীকে। শুক্রবার বিকেলে নওগাঁ কৃষ্ণধন সরকারি উচ্চবিদ্যালয় শহীদ মিনার চত্বরে নওগাঁর সকল সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ব্যানারে আবৃত্তি শিল্পী রফিকুদ্দৌলা স্মরণসভা অনুষ্ঠিত হয়।
আলোচকেরা বলেন, রফিকুদ্দৌলা রাব্বী জীবিকার প্রয়োজনে একজন সরকারি কর্মচারী হিসেবে কাজ করেছেন। তবে নওগাঁর মানুষের কাছে সাংস্কৃতিজন হিসেবেই পরিচিত। বাংলাদেশে টেলিভিশনের একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে তিনি মেধা, মনন ও সৃজনশীলতার স্বাক্ষর রেখেছেন। এছাড়া সংস্কৃতি সংগঠন হিসেবে দক্ষতার পরিচয় রেখেছেন। রফিকুদ্দৌলা মৃত্যুর আগ পর্যন্ত আবৃত্তি পরিষদ নওগাঁর সাধারণ সম্পাদক এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁর সহ-সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি সাংস্কৃতিক সংগঠন কবি শাহ আলম চৌধুরী চারুপাঠ, হাতেখড়ি নওগাঁ, সংগীত নিকেতন, বাংলাদেশ শিশু একাডেমি নওগাঁ জেলা শাখা, জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সংগঠনের সাথে নানাভাবে জড়িত ছিলেন। রফিকুদ্দৌলা রাব্বী অসাধারণ দক্ষতায় তাঁর কণ্ঠে কবিতার শব্দ ও ছন্দকে ফুটিয়ে তুলতেন।
স্মরণসভায় সভাপতিত্ব করেন রফিকুদ্দৌলা রাব্বী স্মরণসভা উদযাপন পরিষদের আহ্বায়ক ডা. ময়নুল হক দুলদুল। স্বাগত বক্তব্য রাখেন স্মরণসভা উদযাপন পরিষদের সদস্য সচিব কবি মনোয়ার লিটন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কবি ও গবেষক আতাউল হক সিদ্দিকী, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নবির উদ্দিন, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, প্যারিমোহন সাধারণ গ্রন্থাগারের সভাপতি কাজী জিয়াউর রহমান বাবলু, একুশে পরিষদ নওগাঁর সাধারণ সম্পাদক মোস্তফা আল মেহমুদ প্রমুখ।