হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার দক্ষিণ বাইপাইল চারালপাড়া ডংলিয়ন গার্মেন্টসের পাশে সেফটি বিহীন অপরিকল্পিত নির্মাধীন ভবনের কাজ করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু।
স্থানীয়রা জানায়, ভবন নির্মাণের সময় দূর্ঘটনার পর এলাকাবাসী ওই আহত শ্রমিককে উদ্ধার করে চিকিৎসার জন্য গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন, ডাঃ বলেন, তিনি অনেক আগেই মারা গেছেন।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, রবিবার বিকেল ৩টার দিকে ২য় তলার ছাদে রডের কাজ করার সময় ঝুকিপূর্ণ বৈদ্যুতিক তারে রড পরে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম আব্দুস সালাম (৪০), নিহত ভিকটিম নিলফামারী জেলার নাটাপাড়া ডিমলা থানার কফিল উদ্দিনের ছেলে।
তিনি চারালপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে কুয়েত প্রবাসী বেলাল আহমেদের বাড়িতে কাজ করার সময় এই ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, বেলাল হোসেন নির্মাণাধীন ভবন কোন আইন না মেনে বা কোন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করে ঝুকিপূর্ণ বিদ্যুৎতের হাই ভোল্টেজ তারের নিচে জোরপূর্বক কাজ করিয়ে আসছিলো এমন অবস্থায় এই ঘটনা ঘটেছে। অনেকেই বলছেন যে, বাড়ির মালিক বেলাল হোসেন ও ঠিকাদার রুবেল মিয়ার গাফিলতির কারণেই এই দূর্ঘটনা ঘটেছে।
এ বিষয়ে বাড়ির মালিক বেলাল হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উক্ত বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী।