হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় অনুমোদন না থাকায় ইটভাটা ভেঙ্গে গুড়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (৮মার্চ ২০২৫ইং) দুপুরে ঢাকার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের বাশবাড়ী এলাকায় ইটভাটায় অভিযান পরিচালনা করে একটি অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
এই অভিযানে উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি জানান, প্রয়োজনীয় ছাড়পত্র ও সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন না নিয়ে বাশবাড়ী এলাকায় মদিনা ব্রিকস ইটভাটা পরিচালনা করে আসছিলো। এমন সংবাদের ভিত্তিতে ভাটাটিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তারা প্রয়োজনীয় কাজগপত্র দেখাতে ব্যর্থ হলে ভাটাটি গুড়িয়ে দেয়া হয় এবং যাবতীয় কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়।
এ বিষয়ে সাভার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি জহিরুল আলম বলেন, পর্যায়ক্রমে সাভারের সব অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে।