হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় নাম উঠে এসেছে সায়েব আলী, আঃ জলিল ও রবিউলসহ কয়েকজনের নাম। তারা নাকি সাধারণ মানুষ, ব্যবসায়ী এমনকি সাংবাদিকদেরকেও জিম্মি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।অভিযোগ আছে, ফেসবুকের ভুয়া আইডি সৈরাচারমুক্ত সুবিধাবাদ বিরোধী এক্সপ্রেস ব্যবহার করেও এই সিন্ডিকেট চাপ সৃষ্টি করছে সাংবাদিকসহ সাধারণ মানুষকে।গণহত্যার প্রকৃত খুনিরা বিদেশে পালিয়ে গেলেও মামলায় অনেক নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছেন।ঘটনার প্রেক্ষাপটঃ ৫ আগস্ট ২০২৪ সালে আশুলিয়ার বাইপাইলে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটে, দুই পুলিশ সদস্যকে ধরে এনে হত্যা করা হয় এবং লাশ ঝুলিয়ে রাখা হয় ওভার ব্রীজে।ছাত্র জনতার ৬টি লাশ গুম করতে গিয়ে পুলিশের ভ্যানে আগুনে পোড়ানো হয়। এই ঘটনা ঘিরেই শুরু হয় মামলা ও গ্রেফতারের ধারা।বিতর্কিত দিকঃ গণহত্যার মতো সংবেদনশীল মামলাকে ব্যবসায় পরিণত করার অভিযোগ জনমনে ক্ষোভ তৈরি করেছে।প্রকৃত খুনিরা বাইরে থাকলেও মামলাবাজরা সাধারণ মানুষকে ফাঁসিয়ে টাকা আদায় করছে বলে অভিযোগ উঠছে। মামলা বাণিজ্য আরও কারা করছে তদন্ত চলছে বলে আশুলিয়া থানা পুলিশ জানান।