হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার জামগড়া ফ্যান্টাসি কিংডম সংলগ্ন গভীর ড্রেনের গর্তে লেগুনা পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন এবং একজন নিখোঁজ রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৬ এপ্রিল ২০২৫ইং) সন্ধ্যা ৭টার দিকে দুর্ঘটনার সময় লেগুনাটিতে ১০ থেকে ১২ জন যাত্রী ছিলেন। উদ্ধারকারীরা জানিয়েছেন, হতাহতের ঘটনা ঘটেছে। তবে হতাহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
এ ঘটনায় আশুলিয়া থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা উদ্ধার কসজ চালাচ্ছেন। স্থানীয়রা জানিয়েছেন, ড্রেনের গর্তটি দীর্ঘদিন ধরে খোলা অবস্থায় ছিল, যা দুর্ঘটনার জন্য দায়ী। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।