1. admin@sokalerbangla.com : সকালের বাংলা :
রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৭:২৭ অপরাহ্ন
শিরবাম:
শ্রীপুরের চন্না পাড়ায় অনুষ্ঠিত হয়ে গেল বিশাল এক ওয়াজ মাহফিল। কালীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা রাজাপুর ডিগ্রি কলেজের নতুন এডহক কমিটিকে বরণ ও কমিটির প্রথম সভা অনুষ্ঠিত  নওগাঁয় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নদী’র পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু  সিরাজগঞ্জ শহর জামায়াত ইসলামীর উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত  উন্নয়নের অগ্রগতির প্রতীক শহীদ জিয়ার রাজনীতি- কর্মী সম্মেলনে ডাঃ জাহিদ   ইভটিজিং সহ্য করতে না পেরে মাদরাসা ছাত্রীর আত্মহত্যা, যুবক গ্রেপ্তার মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছেন জেলা যুবদল নেতা আরিফ সরকার শ্রীপুরের নিজমাওনায় বাংলাদেশ জামায়েতে ইসলামীর দাওয়াতি আলোচনা সভা। মিরপুরে কোটা আন্দোলনের শহীদ ও আহত পরিবারের মানববন্ধন 

আশুলিয়ায় চাঁদাবাজির অভিযোগে অফিসারসহ চার পুলিশ সদস্য গণধোলাইয়ের শিকার!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৪ Time View

হেলাল শেখঃ সাভারের আশুলিয়ায় চাঁদাবাজির অভিযোগে তিন এএসআই’সহ চার পুলিশ সদস্যকে গনধোলাই দিয়েছে স্থানীয় জনতা। পরে স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে তাদেরকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার (১৩ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রণস্থল এলাকার ডিজাইনার ফ্যাক্টরির সামনে আব্দুল মান্নানের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

চাঁদাবাজির অভিযোগে গণধোলাইয়ের শিকার পুলিশ সদস্যরা হলো, আশুলিয়া থানার এএসআই উৎপল, এএসআই এমারত ও কনস্টেবল রয়েল এবং গাজীপুর পুলিশের এএসআই সোহাগ।

স্থানীয়রা জানান, এদিন বিকেল সাড়ে চারটারদিকে আশুলিয়ার ওই এলাকায় শারীরিক প্রতিবন্ধী আঃ মান্নানের চায়ের দোকানে বসে বিপিএল খেলা দেখছিলেন স্থানীয়রা।

এসময় সাদা পোশাকে আসেন এএসআই উৎপল, এএসআই এমারত, কনস্টেবল রয়েল ও গাজীপুর জেলায় কর্মরত এএসআই সোহাগসহ ৫/৬ জন। পরে তারা সেখানে জুয়া খেলা হয় বলে সবাইকে হুমকি ধামকি দিতে থাকেন।

এক পর্যায়ে প্রতিবন্ধী আব্দুল মান্নানের পকেটে থাকা ৫০ হাজার টাকা, গরু ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম (৫০) এর কাছ থেকে ৪৮ হাজার ৭৭০ টাকা, মোঃ রাসেলের মোবাইলের বিকাশ একাউন্টে থাকা ৫০ হাজার টাকা এবং মোঃ সোনা মিয়ার কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে নেয়। পরবর্তীতে স্থানীয়রা একত্রিত হয়ে ভুয়া পুলিশ বলে তাদের মধ্যে ৪ জনকে আটক করে গণধোলাই দিয়ে জরুরী সেবা ৯৯৯ এ কল করেন।

খবর পেয়ে আশুলিয়া থানার এএসআই মিজানুর রহমান ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়।

ভুক্তভোগী দোকানী মান্নান বলেন, বিকেলে হঠাত তারা এসে আমাকে বলে তুই জুয়া খেলস জুয়ার ডিলার এই বলে আমার পকেটে হাত দিয়ে মোবাইল ও টাকা নিয়ে যায়। আমার স্ত্রী দুপুরে গ্রামীণ ব্যাংক থেকে ৫০ হাজার টাকা উঠিয়ে আমাকে দিয়েছিল। সে টাকাটা ওরা নিয়ে গেছে। আমার মত আরও অনেকের কাছ থেকে এসব বলে টাকা নিয়ে গেছে তারা।

এ বিষয়ে আশুলিয়া থানার এএসআই মিজানুর রহমান বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে এ ঘটনার সুষ্ঠু বিচার হবে বলে উত্তেজিত জনতাকে আশ্বস্ত করি। পরে স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে অভিযুক্ত পুলিশ সদস্যদের থানায় নিয়ে আসি।

এবিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তবে এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আব্দুল্লাহিল কাফি বলেন, এই ঘটনা আমি আপনার কাছ থেকে প্রথম শুনলাম। ঘটনার বিস্তারিত না জেনে আমি কিছু বলতে পারব না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved , sokalerbangla.com
Theme Customized BY LatestNews