সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ): ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার পলাতক আসামি তাঁতীলীগ নেতা আনোয়ার আলী (৫২) কে টাঙ্গাইলের ঘাটাইল থেকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। গ্রেফতারের পর তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল২০২৫ইং) ভোর রাতে বিশেষ অভিযান চালিয়ে ঘাটাইল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আনোয়ার আলী আশুলিয়ার গাজীরচট বুড়ির বাজার এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে। তিনি আশুলিয়া থানা তাঁতীলীগের উপ-দপ্তর সম্পাদক পদে দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে আনোয়ার আলীর বিরুদ্ধে। ওই ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। আধুনিক প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে টাঙ্গাইলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আশুলিয়া থানার এসআই আশরাফুল হাসান বলেন, “ছাত্র-জনতা হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে বিস্তারিত জানানো যাবে পরে।”
এই গ্রেফতারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং মামলার অন্যান্য পলাতক আসামিদের ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।