হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার শ্রীপুর বাস্ট্যান্ড এলাকার আজগর আলী নামের এক নরপিশাচ কয়েক দিনে ৩জন নাবালক শিশুকে ধর্ষণ করেছে, ওই ভিকটিম শিশুদের বয়স হচ্ছে (৯) বছর (১০) বছর ও (১১) বছর। এই শিশুদের বিভিন্ন খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করতে করে বলে জানা যায়।
শনিবার (৮ ফেব্রুয়ারি ২০২৫ইং) দুপুরের দিকে ভিকটিম শিশুদের ধর্ষণের বিষয়টি জানাজানি হলে ধর্ষণকারী মোঃ আজগার আলীকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আলম সিদ্দিক গণমাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে শিশু ধর্ষণকারী আজগর আলী নামের একজনকে গ্রেফতার করেছে, এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।