1. admin@sokalerbangla.com : সকালের বাংলা :
রবিবার, ০৯ মার্চ ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরবাম:
আশুলিয়ায় অবৈধ ইটভাটা ভেঙ্গে গুড়ে দিলেন ভ্রাম্যমান আদালত! আশুলিয়ায় অগ্নিকাণ্ডের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হেনস্তার শিকার ২জন সাংবাদিক! আশুলিয়ায় ঝুট গোডাউনে ভয়াবহ আগুনে কয়েক লাখ টাকার কাপড় পুড়ে ছাই! বিএনপির কেন্দ্রীয় অফিসের পিয়ন পরিচয়ে নতুন ওসিকে হেনস্তাকারী সুমন গ্রেফতার! শ্রীপুরে তাকওয়া ফেব্রিক্স লিমিটেডের কাছে ৩০ লক্ষ টাকা চাঁদা দাবি আশুলিয়া থানায় নবনিযুক্ত ওসি হিসেবে যোগদান করলেন মনিরুল হক ডাবলু আশুলিয়ায় পাঁচ বছরেও নাজমা গণধর্ষণ ও হত্যা মামলার বিচার পায়নি ভুক্তভোগী পরিবার! “আশুলিয়া ডেথ জোন” কিশোর গ্যাং মাদক সন্ত্রাসীসহ অপরাধীদের নিরাপদ আস্তানা! আশুলিয়ায় কিশোর গ্যাংয়ের আতঙ্কে এলাকাবাসী! মধ্যরাতে সড়কে গাছ ফেলে ৪০টি গাড়িতে ডাকাতি-নগদ টাকাসহ মালামাল লুট!

আশুলিয়ায় দীর্ঘ ১৬বছর ধরে বিল দিয়েও বৈধ গ্রাহকরা চুলায় গ্যাস না পেয়ে মানববন্ধন!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৫ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় দীর্ঘ ১৬ বছরে ধরে প্রতি মাসে বিল দিয়েও চুলায় গ্যাস না পাওয়ার অভিযোগে গ্যাসের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বৈধ গ্রাহক এলাকাবাসী।

 

রোববার (২৩ ফেব্রুয়ারি২০২৫ইং ) দুপুরে ঢাকার আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে এই মানববন্ধন করেন তিতাস গ্যাস ব্যবহারকারী বৈধ গ্রাহক এলাকাবাসী। পরে একটি বিক্ষোভ ও মিছিল নিয়ে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন শাখা অফিসের সামনে গিয়ে সমাবেত হোন। এসময় রমজানের আগে গ্যাসের ব্যাবস্থা না করা হলে তিতাস অফিস ঘেরাওসহ কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।

 

এলাকাবাসী অভিযোগ করে বলেন, আয়নাল মার্কেট, হক মার্কেট, শেরআলী মার্কেট, আড়িয়ার মোড়, জামগড়া এলাকায় কয়েক লাখ লোকের বসবাস। একদিকে আমরা বৈধ সংযোগ ব্যবহার করছি ও প্রতিমাসে বিল দিয়ে যাচ্ছি বিনিময়ে দীর্ঘ ১৬ বছর ধরে বাসাবাড়িতে গ্যাস পাচ্ছি না।

 

অন্যদিকে কতিপয় লোক, অসাধুদের যোগসাজশে অবৈধ সংযোগ দিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ-লাখ টাকা এবং অবৈধ গ্যাস ব্যবহারকারীরা ঠিকমত গ্যাস পাচ্ছে, অথচ বৈধ ব্যবহারকারীরা গ্যাস পাচ্ছে না। তিতাস কর্তৃপক্ষকে অনেকবার লিখিত অভিযোগের মাধ্যমে জানানো হয়েছিল। তারা কোন ব্যবস্থা নেয়নি।

 

অন্যদিকে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও, এর কিছুদিন যেতে না যেতেই আবারও রাতের আধারে সংযোগ দেওয়া হয়। এযেন চোর পুলিশ খেলা। গ্যাস না থাকায় আমাদের ভাড়াটিয়ারা চলে যায় এবং নতুন ভাড়াটিয়াও আসতে চায় না। এমতাবস্থায় রমজানের আগে যদি গ্যাসের সমাধান না করা হয়, তাহলে আমরা কঠোর আন্দোলন করবো।

 

ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: বাবুল হোসেনের নেতৃত্বে মো: কফিল মন্ডল, মো: শওকত শিকদার, আবু রাসেল, মো: শামসুল আলম, মো: আলম হোসেন ও মো: পাখিসহ কয়েকশ বাড়ীওয়ালা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

 

সবশেষে তিতাস কর্তৃপক্ষের কাছে এলাকার বাড়িওয়ালাদের স্বাক্ষরিত একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারি আইনের বাইরে আমাদের কিছুই করার নাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved , sokalerbangla.com
Theme Customized BY LatestNews