হেলাল শেখঃ ঢাকা সাভারের আশুলিয়ার মাধবপুর বাংলাদেশ বেতার কেন্দ্রের প্রাচীরের ভেতর থেকে মাহামুদুর হোসেন হৃদয় (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।যুবকের গ্রামের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর থানা ফুলকান্দি মিয়া বাড়ি বিল্লাল হোসেনের ছেলে। তিনি সপরিবারে আশুলিয়া থানাধীন ওবদা মাধবপুরের হারুনের ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
গত ৫ দিন যাবৎ নিখোঁজ থাকার পর বাংলাদেশ বেতার কেন্দ্রের প্রাচীরের ভিতর থেকে বৃহস্পতিবার (২ জানুয়ারি ২০২৫ইং) শিশু বাচ্চারা বাংলাদেশ বেতার কেন্দ্রের প্রাচীরের সুরঙ্গ দিয়ে ভেতরে ঢুকে খেলাধুলা করার সময় ওই বাচ্চাদের চোখে পরে মৃত দেহটি। বাচ্চারা চিৎকার করে আশে পাশের লোকজনকে ডেকে আনে এবং পরবর্তীতে সনাক্ত করা হয় ৫ দিন যাবৎ নিখোঁজ হওয়া মাহামুদুর রহমান হৃদয়ের লাশ এটি।
পরবর্তীতে আশুলিয়া থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী, এরপর তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে ছুটে আসেন ঢাকা জেলার পুলিশের সার্কেল শাহিনুর কবির এবং আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনসার্জ আবুবকর, ঢাকা জেলার পুলিশের সার্কেলকে সাংবাদিকরা হৃদয় হত্যার আসামিদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আসামি যেইহোক অতি দ্রুত চিন্হিত করে তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে। হৃদয়ের লাশ আশুলিয়া থানার অফিসার ইনসার্জ আবুবকরের সহায়তায় মর্গে পাঠানো হয়।