হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার বিভিন্ন এলাকায় মেলা ও লটারির নামে অবাধে জুয়া চালিয়ে যাচ্ছে রানা, নাইমসহ একাধিক ব্যক্তি। এদের বিরুদ্ধে স্থানীয়দের একাধিক অভিযোগ থাকলেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রয়েছে রহস্যজনক নীরবতা। ফলে এসব জুয়ার টাকা জোগাড় করতে এলাকার যুবসমাজ জড়িয়ে পড়ছে চুরি, ছিনতাই ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আশুলিয়ার বাইপাইল, জামগড়া, ইয়ারপুর ও নরসিংহপুর এলাকায় নিয়মিতভাবে মেলা বসিয়ে লটারি ও অন্যান্য খেলার নামে চলছে অবৈধ জুয়ার আসর। এসব আসরে অংশ নিতে গিয়ে অনেক পরিবারে অশান্তি নেমে এসেছে। বিশেষ করে যুবকরা মোটা অঙ্কের অর্থ হেরে গিয়ে অপরাধে জড়িয়ে পড়ছে।
একজন অভিভাবক বলেন, “আমার ছেলে মেলায় যায় আর লটারির জুয়া খেলে প্রতিদিন টাকা হারিয়ে আসে। এখন সে বাড়িতে চুরি করে এবং বাহিরেও মোবাইল চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।
স্থানীয়রা আরও জানান, জুয়ার আসর ঘিরে এলাকায় রাতের বেলা চুরি, মোটরসাইকেল ছিনতাই ও বিভিন্ন ধরণের অপরাধ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এতে করে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে।
তবে আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়রা অভিযোগ করেন, পুলিশ এসব কর্মকাণ্ড সম্পর্কে জানলেও রহস্যজনক কারণে চুপ রয়েছে। র্যাব জানায়, যখন লটারি জুয়া খেলে তখন খবর দিয়ে সহযোগিতা করুন, তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে।