হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের সরকার মার্কেট এলাকায় স্টারলিং স্টাইলস লিঃ পোশাক কারখানার শ্রমিকরা তাদের কর্মস্থল কারখানাটি খোলে দেয়ার দাবীতে মানববন্ধন করেছেন।
শুক্রবার (১৫ মার্চ ২০২৪ইং) সকাল ১০টার দিকে স্টারলিং স্টাইলস লিঃ কারখানার প্রায় পাঁচ শতাধিক শ্রমিক ঈদের আগে তাদের কর্মস্থলে যোগদান করার ইচ্ছা পোষণ করে কারখানা খোলে দেয়ার দাবীতে মানববন্ধন করেছেন। এসময় মোছাঃ রাজিয়া বেগম নামের এক শ্রমিক বলেন, কিছু দুষ্কৃতিকারী কারখানার ভেতরে মারামারি করেছে, দোষীদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের অপরাধের শাস্তি হোক, আর ঈদের আগে আমরা চাই না কারখানা বন্ধ থাক, দ্রুত কারখানাটি খোলে শ্রমিকদের কাজে যোগদান করার জন্য কারখানার মালিকের হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে আরো একাধিক শ্রমিক বলেন, গত ৭ মার্চ কিছু দুষ্কৃতকারী স্টাফদের লাঞ্চিত করাসহ মারপিট ও কারখানা ভাংচুর করে, এর কারণে আমাদের কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়, গত ৭ তারিখ থেকে শুক্রবার ১৫ মার্চ পর্যন্ত বন্ধ। সামনে ঈদ তাই মালিক পক্ষকে আমরা অনুরোধ করছি, আগামীকাল শনিবার থেকে কারখানাটি খোলে দেয়া হোক, তা নাহলে আমরা রাস্তায় বের হয়ে আন্দোলন করবো। গত ৭ মার্চ কিছু সংখ্যক দুষ্কৃতিকারী কারণে শ্রমিক অসন্তুষ্ট হয় এবং ভাঙচুরের ঘটনা ঘটে এমত অবস্থায় কোম্পানির সিদ্ধান্ত নিতে বাধ্য হলো ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ দেওয়া।
মালিক পক্ষের কর্মকর্তারা বলেন, সকালে আমরা দেখতে পেলাম ফ্যাক্টির সামনে কিছু সংখ্যক শ্রমিক একত্রিত হয়ে মানববন্ধন পালন করতেছে কোম্পানির প্রদত্ত সুবিধাদি মেনে আমরা কাজ করতে ইচ্ছুক , তারা বলছে, অনতিবিলম্বে আমাদের ফ্যাক্টরি খুলে দেওয়া হোক, আমরা কাজ করতে আগ্রহী আমরা চাই না আমাদের ফ্যাক্টরি বন্ধ থাকোক, যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক।
স্টারলিং স্টাইলস লিঃ এর কর্মকর্তা মোঃ মিজানুর রহমান সিনিয়র প্রোডাকশন ম্যানেজার বলেন, উপস্থিত শ্রমিকদেরকে আশ্বস্ত করলাম আমি আমার সিনিয়র ম্যানেজমেন্টের সাথে পরামর্শ করে ফ্যাক্টরি খোলার ব্যবস্থা নেব, এই বলে আমি আমার শ্রমিকদেরকে আশ্বস্ত করায় তারা মানববন্ধন থেকে শান্তিপূর্ণভাবে কারখানার সামনে থেকে সরে যান। তিনি জানান, হয়তো আগামীকাল কারখানা খোলে দেয়া হতে পারে। এ বিষয়ে মালিক পক্ষ ও শ্রমিকদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে ইনশাআল্লাহ।