হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া মীরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তিতাস গ্যাসের প্রায় ১ কিলোমিটার পাইপ লাইনের তিন শতাধিক বাসা বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছেন কতৃর্পক্ষ।
বুধবার (১৯ মার্চ ২০২৫ইং) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া মীর বাড়ি এলাকাসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তিতাস গ্যাসের প্রায় ১ কিলোমিটার পাইপ লাইনের ৩ শতাধিক বাসা বাড়ি ও হোটেলের অবৈধ সংযোগ বিছিন্ন করা হয়।
আশুলিয়া জোন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রকৌশলী আবু ছালেহ মোঃ খাদেমুদ্দিন গণমাধ্যমকে বলেন, প্রতিটি অভিযানে বিপুল পরিমান পাইপ, রাইজার ও চুলা জব্দ করা হয়। তিনি আরও বলেন, আশুলিয়ার জামগড়া মীরবাড়ি ও আশপাশের এলাকায় প্রায় এক কিলোমিটার পাইপ লাইনের ৩শতাধিক বাসা বাড়ি এবং কয়েকটি হোটেলের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তিনি আরো বলেন, বিভিন্ন এলাকায় দালাল চক্র তিতাসের মূল সরবরাহ লাইন থেকে ২—৩ ইঞ্চি পাইপ দিয়ে অবৈধ ও ঝুঁকিপূর্ণ ভাবে ফিটিংস ব্যবহার করে বিভিন্ন বাসা বাড়ি ও হোটেলে অবৈধ সংযোগ প্রদান করে, অভিযানে অনেক বাসা বাড়িতে নেয়া অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও এক দুইদিন বা দুইদিন পর আবারও সেই এলাকায় অবৈধভাবে সংযোগ দেয় বিভিন্ন দালাল চক্র। এসব অবৈধ সংযোগের পাইপলাইন ও রাইজারগুলো জব্দ করা হচ্ছে, সেই সাথে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়। এর আগে ভ্রাম্যমান আদালতে জেল জরিমানা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।