হেলাল শেখঃ ঢাকার আশুলিয়া থানার ওসির সাথে অসদাচরণ করা বিএনপি’র কেন্দ্রীয় কার্যলয়ের ভুয়া পিয়ন পরিচয় দেওয়া সুমনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করার সময় ফুটেজ সংগ্রহ করতে গেলে জাতীয় দৈনিক আমার সকাল পএিকার সাংবাদিক নাহিদ হাসান হৃদয়কে বাঁধা প্রদান করেন আশুলিয়া থানার পুলিশ।
গত (৭ মার্চ ২০২৫ইং) শুক্রবার সকালে সাংবাদিক নাহিদ হাসান হৃদয় একটি সূত্রে জানতে পায় ভুয়া পিয়ন পরিচয় দিয়ে থানার (ওসি) মোঃ মনিরুল হক ডাবলুর সাথে অসদাচরণ করা সুমনকে গ্রেফতার করেছে পুলিশ, পরে তাকে আদালতে প্রেরণ কারার সময় ভিডিও সংগ্রহের জন্য আশুলিয়া থানায় ফুটেজ নিতে গেলে এসময় তাকে বাঁধা প্রদান করেন এক পুলিশ সদস্য।
জাতীয় দৈনিক আমার সকাল পএিকার সাংবাদিক নাহিদ হাসান হৃদয় জানান, আশুলিয়া থানার তদন্ত (ওসি) কামাল হোসেনের সামনেই তাকে ভিডিও করতে বাঁধা প্রদান করেন পুলিশ সদস্য, একপর্যায়ে সাংবাদিক নাহিদ হাসান হৃদয় তিনি থানার ভিতরেই এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
পরে সাংবাদিক ভিডিও করছে বুঝতে পেরে সেখান থেকে আশুলিয়া থানার তদন্ত (ওসি) কামাল হোসেন তিনি তার কক্ষে চলে যান।
তবে এবিষয়ে আশুলিয়া থানার তদন্ত (ওসি) কামাল হোসেনের সাথে কথা বলার চেষ্টা করলে তিনি এ বিষয়ে কোনো কথা বলতে চান না সাংবাদিকের সাথে। অন্য পুলিশ অফিসাররা জানায়, থানার ওসি ডাবলু স্যারের বিষয় নিয়ে সবাই চিন্তিত মিসটেক হতে পারে, কোনো সাংবাদিককে আমরা বাঁধা দিয়ে কি ফায়দা হবে? সাংবাদিক পুলিশ ভাই ভাই।