হেলাল শেখঃ ঢাকা জেলার আশুলিয়া রাজস্ব সার্কেল অফিসের সার্ভেয়ার আবু বক্কর ছিদ্দিক অনিয়ম দুর্নীতি করে অন্য জেলায় বদলি হলেও তার কারণে জমির মালিক অনেকেই হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২২ মে ২০২৫ইং) জানা গেছে, ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামগড়া শরীফ মার্কেট এলাকার বাসিন্দা মোঃ ওয়াহেদ মোল্লার ছেলে মোঃ শরিফুল ইসলামের বোন মোসাঃ রোকসানা আক্তারের কাছ থেকে ৭৭৭০ নং দলিলের জমি করেছেন ঢাকা জেলার আশুলিয়া থানা: পো: আলীয়া মাদ্রাসা সাং জামগড়া মধ্যপাড়ার মৃত চান্দু মিয়ার ছেলে মোঃ হাসান ভুঁইয়া। জমি ক্রয় করে সাইনবোর্ড দিয়ে দখলে থাকেন, এরপর শরিফফুল ইসলাম আশুলিয়া রাজস্ব সার্কেলের সার্ভেয়ার আবু বক্কর ছিদ্দিককে মোটা অংকের ঘুষ দিয়ে ফৌজদারী কার্য বিধির ১৪৫ ধারায় দায়েরকৃত মামলার দখল বিষয়ে তদন্ত প্রতিবেদন দেন, যাহার স্বারক নং ৩৬৯/২০২৩। তারিখ: ২৭/০৪/২০২৩ইং। ০১। মামলা নং ২৪৫/ ২০২৩।
উক্ত মামলা সূত্রে জানা গেছে, ০২। বাদী মোঃ শরিফুল ইসলাম, পিতা: মোঃ ওয়াহেদ মোল্লা, সাং জামগড়া মধ্যপাড়া, থানা আশুলিয়া, জেলা-ঢাকা। বিবাদী- ১। মোঃ হাসান ভুঁইয়া গং, পিতা: মৃত চান্দু মিয়া, সং জামগড়া মধ্যপাড়া, পো: আলীয়া মাদ্রাসা, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা। জানা গেছে, এই জমির রেকর্ডীয় মালিক শরিফুল ইসলামের বাবা আব্দুল ওয়াহেদ মোল্লা গং। এলাকাবাসী জানায়, শরিফুল ইসলাম ওরফে শরিফ একজন প্রতারক, তাদের জমি ও বাড়ি ঘর দেখিয়ে অনেক মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এমনকি তার বোন মোসা: রোকসানা আক্তারও তার বাবা মায়ের দেয়া জমি বিক্রির কথা বলে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এই রোকসানা আক্তারের স্বামী ছানোয়ার মোল্লা বেঁচে থাকা অবস্থায় প্রতারণা করে মানুষের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। তার মৃত্যুর পর কাউকেই সেই টাকা ফেরত দেননি তার স্ত্রী রোকসানা।
এ ব্যাপারে আশুলিয়া থানা পুলিশ ও র্যাব এবং (পিবিআই)সহ গোয়েন্দা সংস্থার সদস্যরা জানান, শরিফুল ইসলাম ওরফে শরিফ মাদকের সাথে জড়িত, সে একজন প্রতারক এবং তার বিরুদ্ধে অনেক অভিযোগ ও মামলা রয়েছে। ৫ আগষ্ট ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় হত্যা চেষ্টা ও গণহত্যা মামলার আসামী এই শরিফ। সেই সাথে বিভিন্ন পেশার মানুষের কাছে বাড়ি ও জমি বিক্রির কথা বলে মোটা অংকের টাকা নিয়ে তাদেরকে সেই বাড়ি বা জমি না দেওয়ার অনেক তথ্য রয়েছে ভাই বোনের আমলনামায়।