নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের কল্যাণপুর ও তেওয়ারীগঞ্জ ইউনিয়নের নতুন তেওয়ারীগঞ্জ বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৮০হাজার টাকা অর্থদন্ড করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জামশেদ আলম রানা।
শনিবার বিকালে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
ফসলি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কেটে বিক্রয় করা ও অন্যান্য ফসলি জমি নষ্ট করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের সৈয়দপুর এলাকার মো: ফারুখ হোসেন এর ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও ড্রাইভিং লাইসেন্স, রুট পারমিট ও ফিটনেস সনদ ব্যতীত মোটরযান চালানোর অপরাধে সড়ক পরিবহণ আইনে সদর উপজেলায় ৪টি পৃথক অভিযানে সর্বমোট ৮০হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।
সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জামশেদ আলম রানা জানান, ফসলি জমির টপসয়েল বিক্রি এবং ড্রাইভিং লাইসেন্স, রুট পারমিট ও ফিটনেস সনদ ব্যতীত মোটরযান চালানোর সাথে জড়িতদের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অ
ব্যাহত থাকবে।