ইবিতে শিক্ষক বহিষ্কার প্রত্যাহারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন।


সকালের বাংলা প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন /
ইবিতে শিক্ষক বহিষ্কার প্রত্যাহারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন।

বিশেষ প্রতিনিধি : গত ৩১ শে ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ১৯ জন শিক্ষককে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় । তার মধ্যে একজন শিক্ষক হলো মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাজেদুল হক। যিনি বিভাগসহ পুরো ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব শিক্ষক হিসেবে পরিচিত। শিক্ষার্থীদের বিভিন্ন সংকটময় সময়ে সবসময় তিনি শিক্ষার্থীদের পাশে ছিলেন। তারই প্রেক্ষিতে মার্কেটিং বিভাগের সকল সাধারণ শিক্ষার্থীরা শিক্ষকের বহিষ্কারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করে। শিক্ষার্থীদের দাবি তারা কখনো ফ্যাসিস্টের পক্ষে না। কিন্ত্ যে শিক্ষকের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ নেই তাকে পুনরায় বিবেচনা করে বহিষ্কাদেশ প্রত্যাহার করা হোক। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ প্রমানিত হলে প্রশাসনকে আইনগত ভাবে সিদ্ধান্ত নেওয়ার বিনীত অনুরোধ করেছে সাধারন শিক্ষার্থীরা।