প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৫:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২৫, ৬:৩৫ পি.এম
ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে তিতাসে তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর দখলদার ইসরায়েলের বর্বর হামলার বিরুদ্ধে এবং মাজলুম ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে কুমিল্লার তিতাসে বিক্ষোভ মিছিল করেছে ধর্মপ্রাণ তাওহীদি জনতা।
শুক্রবার (২১ মার্চ) দুপুর ৩টায় উপজেলার বলরামপুর ইউনিয়নের উত্তর আকালিয়া গ্রামবাসীর উদ্যোগে বাতাকান্দি বাজার এলাকায় এই প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি গৌরিপুর-হোমনা আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে ইসরায়েলের দখলদারিত্ব ও হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।
সমাবেশে বক্তারা বলেন, সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদী শক্তিগুলো ফিলিস্তিনকে উন্মুক্ত কারাগারে পরিণত করেছে। সেখানে শিশু, নারী ও বৃদ্ধদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে। ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি তারা ইসরায়েলের সব পণ্য বয়কটের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, “ফিলিস্তিনের নিরীহ শিশু ও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, যা মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধ। আমরা ফিলিস্তিনের পাশে আছি এবং তাদের ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে।”
পরবর্তীতে ফিলিস্তিনে নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য আল্লাহর রহমত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Copyright © 2025 সকালের বাংলা. All rights reserved.