আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলা শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ইসলামিয়া সরকারি কলেজে’র নানা আয়োজনে
বর্ষবরণ-১৪৩২ বঙ্গাব্দ পহেলা বৈশাখ আনন্দঘন উৎসব মূখর পরিবেশে পালন করা হয়।
১৪৩২-বঙ্গাব্দ নববর্ষ সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮ টায় সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ ক্যাম্পাস থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা হয় গ্রাম-বাংলার ঐতিহ্য চিত্র ধারণ করে, ব্যানার ফেস্টুন নিয়ে, গলায় গামছা পরিধান করে কলেজের সকল শিক্ষক- কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীরা আনন্দ শোভাযাত্রা অংশ গ্রহণ করে। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে কলেজ ক্যাম্পাসে জাতীয় সংগীত পরিবেশন করার পর আলোচনাসভা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
অনুষ্ঠানের সভাপতি উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন, ইসলামিয়া সরকারি কলেজের প্রফেসর অধ্যক্ষ ড. এস. আই.এম. এ রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন, কলেজে’র উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান সহ কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধান সহ সহযোগী অধ্যাপক,সহকারী অধ্যাপক , প্রভাষক, কর্মকর্তা-কর্মচারীরা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।