আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ইসলামিয়া সরকারি কলেজ এর তিনদিনব্যাপি অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ইসলামিয়া সরকারি কলেজের আয়োজনে,
বুধবার (২৩ এপ্রিল) কলেজে হলরুমে তিনদিন ব্যাপি ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর ড. এস. আই. এম. এ. রাজ্জাক। সভাপতিত্বে করেন , কলেজের সুযোগ্য উপাধ্যক্ষ প্রফেসর মোস্তাফিজুর রহমান।
এ সময়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান, কলেজে'র শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন, আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম ও সকল শিক্ষকেরা। ইংরেজি বিভাগ সর্বোচ্চ ২০টি পুরস্কার পায়। এসময়ে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মির্জা সুলতান মাহমুদ স্বপন সহ অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক ও প্রতিযোগিতা ও বিজয়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।