প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২৩, ১:২৫ পি.এম
উলিপুরে অটোরিকশার চাপায় প্রাণ গেল শিশুর

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে অটোরিকশার চাপায় ফাহিমা আক্তার(৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটি ধরনিবাড়ি ইউনিয়নের কেকতির পাড় গ্রামের ফুল মিয়ার মেয়ে।
জানা গেছে, রোববার(৮ অক্টোবর) সকালে ওই এলাকায় অটোরিকশা চালক আব্দুল হামিদ ভুলে রাস্তায় চাবি দেয়াসহ তার অটোরিকশাটি রেখে বাড়িতে যায়। এসময় পাশ্ববর্তী বাড়ীর শিশু ফাহিমা আক্তার অটো রিক্সাটি চালাতে গিয়ে উল্টে যায়। পরে স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে অটোরিকশার নিচ থেকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
Copyright © 2025 সকালের বাংলা. All rights reserved.