কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে জাহানারা বেগম(৩২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, বুধবার (২ অক্টোবর) সকালে থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা খামারপাড়া এলাকায়। নিহত গৃহবধূ ওই এলাকার অটোরিকশা চালক আহিদুল ইসলামের স্ত্রী।
নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে চার্জে দেয়া অটোরিকশার সুইচ বন্ধ করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন দুই সন্তানের জননী জাহানারা বেগম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেরুল ইসলাম জানান, হাসপাতালে নেয়ার আগেই জাহানারা বেগম নামের ওই গৃহবধূর মৃত্যু হয়েছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় গৃহবধূর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                         
                         
                         
                         
                         
                         
                        
আপনার মতামত লিখুন :