প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ৪:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২৫, ১০:৩৫ এ.এম
উলিপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে খাদ্য গুদাম চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা এ ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন।
উপজেলা খাদ্য অফিস সূত্র জানায়, ৩৬ টাকা কেজি দরে ১হাজার ৫শ ৬৫ মেঃ টন ধান ও ৪৯ টাকা কেজি দরে ১ হাজার ৪শ ৮৯ মেঃ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এ কার্যক্রম আগামী ৩১ আগষ্ট পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ী আব্দুর রহমানের ৬ মেঃ টন চাল ক্রয় করা হয়।
ধান ও চাল সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিজবাহুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন, খাদ্য গুদাম কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মতলেবুর রহমান মঞ্জু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মঈনুল ইসলাম মঈন, সাবেক ছাত্রদল নেতা স্বপন কুমার সাহা, হামিদুল ইসলাম প্রমুখ।
Copyright © 2025 সকালের বাংলা. All rights reserved.