প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৮, ২০২৫, ৪:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৫, ২০২৫, ১২:৫০ পি.এম
উলিপুরে ইটভাটায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা
জাহিদ আল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে অভিযান চালিয়ে একটি ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৫ জানুয়ারি) দুপুরে ইটভাটায় অভিযানকালে নেতৃত্ব দেন সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মাহমুদুর রহমান। এসময় পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক রেজাউল করিম উপস্থিত ছিলেন।
অভিযানে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের তেতুলতলা এলাকায় রমিজল ইসলামের ইট ভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মাহমুদুর রহমান জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2025 সকালের বাংলা. All rights reserved.