উলিপুরে কাটা গাছের নিচে চাপা পড়ে যুবকের মৃত্যু


jahid Hossain প্রকাশের সময় : জুলাই ১, ২০২৫, ১২:৪২ অপরাহ্ন /
উলিপুরে কাটা গাছের নিচে চাপা পড়ে যুবকের মৃত্যু
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
‎কুড়িগ্রামের উলিপুরে গাছ কাটতে গিয়ে কাটা গাছের নিচে চাপা পড়ে মুকুল মিয়া (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
‎মঙ্গলবার(১ জুলাই) দুপুরে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের বড়াইবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুকুল মিয়া চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ময়নার খামার গ্রামের শাহের আলীর ছেলে।
‎নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মুকুল মিয়া নিজের কেনা জায়গায় ইউক্যালিপটাস গাছ কাটছিলেন। এ সময় গাছটি কাটার শেষ পর্যায় ওই গাছটি উল্টে পড়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মুকুল মিয়ার। পরে নিহতের স্বজনরা তার মরদেহ চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ময়নার খামার গ্রামের বাড়িতে নিয়ে যায়।
‎এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।