
জাহিদ আল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে এক গৃহবধুকে ধর্ষণ মামলার প্রধান আসামি বেলাল হোসেন বিল্লু (২৫)কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার(১৭ আগস্ট) রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বেলাল হোসেন বিল্লু উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর কাশারিয়ারঘাট এলাকার শহিদুর রহমানের ছেলে। জানা গেছে, স্বামী ঢাকায় রাজমিস্ত্রির কাজ করায় ওই গৃহবধু তবকপুরে নানার বাড়িতে থাকতেন। অভিযুক্ত বেলাল হোসেন বিল্লু বিভিন্ন সময়ে একা পেয়ে ওই গৃহবধুকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার দিন গত ৩০/১২/২০২৩ইং দুপুরে নানার বাড়ী সংলগ্ন ঈদগাহ মাঠে যান গৃহবধু। এ সময় অভিযুক্ত বেলাল হোসেন বিল্লু(২৫) ও তার সহযোগী নাজমুল ইসলাম (৩১), রায়হান আহাম্মেদ (২৫), সাগর কুমার( ২৩ ) ও রাকিব হাসান জুয়েল(২১) ওই গৃহবধুকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে অপহরন করেন। পরে রাতে ধরনীবাড়ি ইউনিয়নের বামনেরহাট সংলগ্ন চেয়ারম্যানের পুকুর পাড়ের পাহারার ঘরে বেলাল হোসেন বিল্লু ওই গৃহবধুকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন। পরদিন ভোরে ওই গৃহবধুকে বিল্লু ও তার সহযোগিরা চৌমুহনী বাজারে রেখে চলে যায়। এঘটনায় ওই গৃহবধু বাদী হয়ে উলিপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক(এসআই) মশিউর রহমান জানান, গত ১ জানুয়ারি মামলার আসামী নাজমুল ইসলাম (৩১), রায়হান আহাম্মেদ (২৫), সাগর কুমার( ২৩ ) ও রাকিব হাসান জুয়েল(২১)কে গ্রেফতার করা হয়। মামলার প্রধান আসামি বেলাল হোসেন বিল্লু(২৫) দীর্ঘদিন থেকে পলাতক ছিল। শনিবার(১৭ আগস্ট) রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার হয়।
রোববার(১৮ আগস্ট) দুপুরে উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) তামবিরুল ইসলাম জানান, আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                         
                         
                         
                         
                         
                         
                        
আপনার মতামত লিখুন :