কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার সরঞ্জামসহ ১৪ জুয়ারুকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাতিয়ারপাড় থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর ইউনিয়নের পাতিয়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় আশারাফুল, দীনবন্ধু , রফিকুল ইসলাম, রিয়াজুল, শফিকুল ইসলাম, মহব্বত আলী, নুরুজ্জামান, জাহাঙ্গীর আলম, মন্টু, জাম্বু দাস, মুকুল মিয়া, নুর ইসলাম, এরশাদুল হক, ইমান হোসেনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ।
শুক্রবার(২ মে) উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।