প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১০:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৪, ১:১৬ পি.এম
উলিপুরে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার ১৩
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলা অবস্থায় ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার(৫ ফেব্রুয়ারি) রাতে পৃথক দু'টি অভিযানে জুয়া খেলার সরঞ্জামসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে দূর্গাপুর ইউনিয়নের বেজির দোলায় অবস্থিত একটি পুকুর পাড়ে টিনের ঝাপড়ির ভিতরে জুয়া খেলা অবস্থায় দূর্গাপুর ইউনিয়নের গোড়াই শ্যামপুর গ্রামের জহুরুল হকের পুত্র মোঃ সাইদুল ইসলাম(৫০), আবুল হোসেনের পুত্র মোঃ মোস্তফা হোসেন(৫০), দূর্গাপুর কুটিরপাড়া গ্রামের ছেরাব উদ্দিনের পুত্র মোঃ রহমত আলী (৪০), দূর্গাপুর বাজারের আবেদ আলীর পুত্র মোঃ গোলজার হোসেন(৪২), ভেলুর খামার গ্রামের আকবর আলীর পুত্র মোঃ শামীম রহমান বাবু (৪২), মন্ডলপাড়া গ্রামের আবুল হোসেনের পুত্র মোঃ শফিকুল ইসলাম (৩৬), পান্ডুল ইউনিয়নের ছোট দালালীপাড়া গ্রামের খলিলুর রহমানের পুত্র মোঃ ফারুক হোসেন (৩৬) ও আব্দুল কাদেরের পুত্র মোঃ মহসিন আলী (৪০)কে জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেফতার করে পুলিশ।
অপরদিকে এসআই আজিজুল হাকিমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ধামশ্রেনী ইউনিয়নের যাদুপোদ্দার গ্রামের হানিফ উদ্দিনের বৈদ্যুতিক সেচ পাম্পের ঘরের ভিতরে জুয়া খেলা অবস্থায় ওই ইউনিয়নের যাদুপোদ্দার গ্রামের আঃ জব্বার আলীর পুত্র মোঃ হানিফ উদ্দিন (৬০), করিম উদ্দিনের পুত্র মোঃ হাছেন আলী (৪৫), আজিম উদ্দিনের পুত্র মোঃ মাইদুল ইসলাম (২৮), আপ্তার আলীর পুত্র মোঃ আব্বাছ আলী (৫২) ও সাতকুড়ারপাড় গ্রামের আঃ রহিমের পুত্র মোঃ এমদাদুল হক (৪০)কে গ্রেফতার করে জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
মঙ্গলবার(৬ ফেব্রুয়ারি) বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Copyright © 2024 সকালের বাংলা. All rights reserved.