প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ৪:২০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২৪, ২:৪২ পি.এম
উলিপুরে জুয়া খেলা অবস্থায় আটক ৩

জাহিদ আল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলা অবস্থায় তিন জুয়ারুকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার(২২ অক্টোবর) রাতে পূর্ব শিববাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উলিপুর পৌরসভার পূর্ব শিববাড়ি এলাকার আব্দুস সাত্তারের ছেলে দুলাল মিয়া(৩৮), আব্দুল মজিদের ছেলে আমজাদ হোসেন(৩৮) ও বীরেন্দ্রনাথ বর্ম্মণের ছেলে বিপ্লব বর্ম্মণ(৩৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব শিববাড়ি এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় তিন জুয়ারুকে আটক করা হয়। এসময় জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
Copyright © 2025 সকালের বাংলা. All rights reserved.