প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৪, ৭:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৩, ২০২৪, ১০:১২ এ.এম
উলিপুরে দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
জাহিদ আল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুর ইসলাম (৪৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নুর ইসলাম থেতরাই ইউনিয়নের হারুনেফরা গ্রামের আজহার আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে থেতরাই ইউনিয়নের হারুনেফরা গ্রামের নিজ বাড়ী থেকে নুর ইসলামকে গ্রেপ্তার করা হয়। ২০১৮ সালের একটি মাদক মামলায় দেড় বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন বিজ্ঞ আদালত। নুর ইসলাম আরো দু'টি ওয়ারেন্টের পলাতক আসামি ছিল।
শুক্রবার(২৩ আগস্ট) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Copyright © 2024 সকালের বাংলা. All rights reserved.